যুক্তরাজ্যে মঙ্গলবার থেকে করোনার টিকা দেয়া শুরু
- Update Time : ১১:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার ৮ ডিসেম্বর থেকে করোনার টিকা দেয়া শুরু করবে যুক্তরাজ্য।
শুক্রবার ৪ ডিসেম্বর দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রধান এ তথ্য জানিয়েছেন।
বিবিসি ব্রেকফাষ্ট অনুষ্ঠানে ক্রিস হপসন বলেছেন, ‘এটা ম্যারাথন হতে পারে, স্প্রিন্ট নয়। মঙ্গলবার ৮ ডিসেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হবে বলে আমরা আশা করছি।’
স্কটল্যান্ডেও মঙ্গলবার থেকে টিকা দেয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন সেখানকার ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন।
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের উন্নয়ন করা করোনার টিকা ব্যবহারে অনুমতি দেয়। এই টিকার চার কোটি ডোজের ক্রয়াদেশ দেয়া হয়েছিল। এর মধ্যে এক কোটি ডোজ শিগগিরই দেশটিতে পৌঁছাবে বলে জানানো হয়েছিল।
প্রথম দফায় বেলজিয়াম থেকে আট লাখ ডোজ আগামী কয়েকদিনের মধ্যেই লন্ডনে পৌঁছাবে বলে শুক্রবার ৪ ডিসেম্বর কর্মকর্তারা জানিয়েছেন।
মহামারি করোনাভাইরাস জনিত সংক্রমণে বিশ্বে সরকারি হিসেবে প্রায় ১৬ লক্ষ মানুষ মারা গেছে। এ সংখ্যা আরো বেশী হতে পারে বলে বেসরকারি সংস্থাগুলো বলছে। ৬ কোটিরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। এখন বিশ্বের কোটি কোটি মানুষের অপেক্ষা এটি প্রতিরোধে কার্যকর টিকা বা ঔষধ। ইতোমধ্যে বেশকটি প্রতিষ্ঠান টিকা আবিষ্কারের দাবী করেছে। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতোমধ্যে টিকার অনুমোদনও দিয়েছেন।
এসএস //