লন্ডন প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবী এবং পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি শহীদ নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে এক বিক্ষোভ সমাবেশ ৮ আগস্ট অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতৃবৃন্দ, জোনাল কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দগণ বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে যোগ দেন।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, এডভোকেট মোঃ আমির হোসাইন সরকার।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মোঃ আবু বকার সিদ্দিক, এ এ ওয়াহিদুল ইসলাম, মোঃ আল আমিন, নন্দন কুমার দে, মোঃ সেলিম রেজা, আব্দুল আলিম, মোহাম্মাদ রিফাত মাহমুদ ভূইয়া, মোঃ মিজানুর রহমান ফরমান, মু.কামরুল আহসান রাসেল, শহিদুল ইসলাম, শামসুল হক সুমন, মো.হাসান মোরসেদ, মোঃ মাহফুজ আহমেদ, মোঃ জামিল চৌধুরীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বৃটেনে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একদলীয় শাসন পোক্ত করার জন্য ১৫ বছর ধরে দেশে ৬০০ নেতাকর্মীকে গুম করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। একের ওর এক গনবিরোধী পদক্ষেপের কারণে দেশের মানুষের কষ্ট সীমাহীন। জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপির নেতৃত্বে হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে।
নেতৃবৃন্দ বলেন, কর্মসূচিতে আমরা যদি হার্ড লাইনে না যাই এবং সরকারকেও আমরা আমাদের শক্তি প্রদর্শন না করি তাহলে সরকার সরকারের জায়গায় থাকবে আর আমরা জনসভা করবো, অগণিত মামলায় জর্জরিত হবো। কিন্তু আমরা সরকার পতন ঘটাতে পারবো না। তাই দল বল নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
কেকে/এসএম//
Leave a Reply