কলকাতা প্রতিনিধি: শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে প্রার্থী হলেন না বলিউডের মেগাস্টার মিঠুন চক্রবর্তী।
ব্রিগেডে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে উত্তরীয় নেয়ার পর গুঞ্জন উঠেছিল মিঠুন এই ভোটে প্রার্থী হচ্ছেন। তারপর কদিন আগে বেলগাছিয়া-কাশিপুর কেন্দ্রে মিঠুন ভোটার হওয়ার পর গুজব আরো পল্লবিত হয়। কিন্তু, মঙ্গলবার বিজেপি তাদের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করার পর মিঠুনের নাম সেই তালিকায় না থাকায় অনেকেই বিস্মিত।
নির্ভরযোগ্য সূত্র জানায়, বিজেপি নেতৃত্ব মিঠুনকে ভোট ময়দানে নামাতে আগ্রহী থাকলেও মিঠুন নিজে রাজি হননি ভোটে লড়াই করতে। স্থির হয়েছে, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তবে তারা বিধান পরিষদ গঠন করে মিঠুন সহ বহু বিদ্বজনকেই নিয়ে আসবে সেই পরিষদে।
ইতিমধ্যে বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে তৃণমূল ছুট ৭৫ প্রার্থীর ঠাঁই হয়েছে এই তালিকায়। বিজেপির প্রাচীনপন্থীদের বক্তব্য, তৃণমূল থেকে এসে বিজেপির প্রার্থী হওয়াটা নব্য-আদি বিজেপির দ্বন্দ্বটাকেই প্রকাশ করছে। বিজেপিতে কি যোগ্য প্রার্থী ছিল না? আই এন এক্স এর সমীক্ষাও বলছে ২৮ শতাংশ বিজেপি সমর্থক মনে করছেন তৃণমূলীদের বিজেপি প্রার্থী করে লাভ হবে। কিন্তু, ৫৬ শতাংশ মনে করছে লাভের থেকে ক্ষতি বেশি হবে।
আই এন এক্স এর তৃতীয় সমীক্ষায় অবশ্য বলা হয়েছে বিজেপি তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেক্ষেত্রে তুরুপের তাস হবে কংগ্রেস-সি পি এম-আই এস এফ জোট।
ডিএ//
Leave a Reply