বুড়িচং জগতপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার

- Update Time : ১২:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ২৫ Time View
মামুনুর রশিদ মামুন, বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪টি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
বুধবার ৯ অক্টোবর দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের মনাগাজী গুষ্টির নূর মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান সরকার।
জগতপুর মনাগাজী গোষ্ঠীর মৃত সরু মিয়ার ছেলে আব্দুল কুদ্দুছ,মো.কাউছার, মোঃ বাহারুল ও মোঃ মানিকের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুন লাগে। আগুনের খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার মধ্যেই পরিবারটির সবগুলো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ৪টি বসত ঘরের সকল আসবাবপত্র, তিনটি ফ্রিজ, ৩টি সেলাই মেসিন, ৩টি গ্যাস সিলিন্ডার ও চুলা, ৪টি স্টিলের আলমারি, ওয়াল শোকেস পুড়ে যায়। ব্যবসার জন্য ঘরের আলমারিতে রাখা ৬ লাখ টাকা পুড়ে গেছে। পরিবারটি এই অগ্নিকাণ্ডের ঘটনায নিঃস্ব হয়ে গেছে।
স্থানীয়রা জানায়, এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসনসহ এলাকাবাসী ও বিত্তবানদার এগিয়ে আসতে হবে। এখন তাদের পুনর্বাসন করা জরুরী।
এমআরএম/তিএএম//