সারাদেশ ডেস্ক:
বাংলাদেশে মেডিয়েশন চর্চা বেগবান করার প্রত্যয়ে বাংলাদেশ মেডিয়েটরস ফোরাম (বিএমএফ) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বাংলাদেশ মেডিয়েটরস ফোরামের মহাসচিব নওশাদ ইফতেখার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে,মধ্যস্থতার বা মেডিয়েশনের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে এবং প্রতিবেশী দেশগুলির সাথে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও সারা বিশ্বের মধ্যস্থতাকারীদের তথা মেডিয়েটরদের একত্রিত করতে বাংলাদেশ মেডিয়েটরস ফোরাম (বিএমএফ) প্রতিষ্ঠা করা হয়েছে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক, সিনিয়র এডভোকেট এস.এন. গোস্বামী এবং অন্যান্য বিশিষ্ট এ্যাক্রিডিটেড মেডিয়েটরদের উপস্থিতিতে ফোরামটি রাজধানী ঢাকার বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্র ভেন্যুতে উদ্বোধন করা হয়।
এডভোকেট এস এন গোস্বামী বাংলাদেশে এবং প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর তিনি জোর দেন৷ তিনি শান্তিপূর্ণ উপায়ে দ্রুত এবং সাশ্রয়ী মূল্যের বিরোধ নিষ্পত্তির জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে মধ্যস্থতা ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করার আহবান জানান।
বাংলাদেশ মেডিয়েটরস ফোরাম এর সাধারণ পরিষদের আয়োজিত সভায় ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত (তিন বছর) ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং এ্যাক্রিডিটেড মেডিয়েটর মোঃ মাহবুবুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও এ্যাক্রিডিটেড মেডিয়েটর জনাব নওশাদ ইফতেখারকে মহাসচিব মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়।
কার্যকরী কমিটির নির্বাচিত অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি ০৩ জন: সুপ্রিম কোর্টের আইনজীবী এবং এ্যাক্রিডিটেড মেডিয়েটরস যথাক্রমে তাসলিমা চৌধুরী, ব্যারিস্টার নিশাত মাহমুদ, ব্যারিস্টার মীর মোঃ ইমরান হোসেন। ৪ জন যুগ্ম মহাসচিব- মোঃ আজমাইন মেহনাদ হোসেন, সেলীনা আখতার চৌধুরী, সৈয়দা সাজিয়া শারমিন, এ্যাক্রিডিটেড মেডিয়েটর এডভোকেট রোকসানা খানম; কোষাধ্যক্ষ- এডভোকেট মেহেদী হাসান; কার্যনির্বাহী সদস্য ৩ জন এডভোকেট এস এম বদরুল আলম, এডভোকেট শামীমা আক্তার রত্না, এডভোকেট মমতাজ পারভীন মৌ।
নব গঠিত কমিটির নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং এ্যাক্রিডিটেড মেডিয়েটর হুমায়ুন কবির সিকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ্যাক্রিডিটেড মেডিয়েটর নওশাদ ইফতেখার।
আফ্রিকা-এশিয়া মেডিয়েশন এসোসিয়েশন (বাংলাদেশ চ্যাপ্টারের) চেয়ারপার্সন এ্যাক্রিডিটেড মেডিয়েটর তানজিনা লাবণ্য নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।
নবগঠিত কমিটির ১ম কার্যনির্বাহী কমিটির বৈঠকে কৌশলগত বিরোধ ব্যবস্থাপনা ও বিরোধ নিষ্পত্তি এবং মধ্যস্থতার অনুশীলন ও প্রচারের একটি সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে “বিএমএফ” এর কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এজেডকে/ডিএএম//
Leave a Reply