নিজস্ব প্রতিবদেক :
অধ্যাপিকা দীপা সরকার-দের কবিতাগ্রন্থ ‘কিসমত’ এর মোড়ক উন্মোচন অনুষ্টান সম্পন্ন হয়েছে।
শনিবার অমর একুশে বইমেলা ২০২৪ এ এই কবিতাগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। প্রকৃতির প্রকাশনায় এই কবিতা গ্রন্থের প্রচ্ছদ করেছেন শেখ নাহিদ হাসান।
অধ্যাপিকা দিপা সরকার-দে এর এই কবিতা গ্রন্থের বিশেষত্ব হল এটি একই সাথে বাংলা ভাষায় ও ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়েছে।
দীপা সরকার-দে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন ও এখানেই বেড়ে ওঠেন।
দীপা সরকার-দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিতে এমএসসি সম্পূর্ণ করার পর একই বিভাগে প্রভাষক হিসেবে তিনি শিক্ষকতা শুরু করেন। একপর্যায়ে তিনি পিএইচডির ছাত্রী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের গমন করেন। সেখানে তিনি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে গাণিতিক বিজ্ঞানে এমএসই এবং পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি মেরিল্যান্ডের লয়োলা ইউনিভার্সিটি গনিত ও পরিসংখ্যান বিভাগের ইমেরিটাস সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি তিনি দুইবার ফুল ব্রাইট শিক্ষা ও গবেষণা বৃত্তি লাভ করেন।
কবিতা গ্রন্থ ছাড়াও তিনি প্রবন্ধ ও ছোট গল্প লিখে থাকেন। কবিতা গ্রন্থ ‘কিসমত’ এ তার কবিতাগুলোর মধ্যে রয়েছে ‘যুদ্ধ ও শান্তি’, ‘ভয়ানক রাত’ ‘অনুগ্রহের মুহূর্ত’, স্বপ্ন, সেই সময়, নির্বুদ্ধিতা, সমতার ভূমি, পরিদর্শন, স্বাধীনতা, সুন্দর দিন,প্রথম দেখা, বিষাদ, উদযাপন, অলৌকিক ঘটনা, ওয়াইলিয়া সৈকত, উন্নততর বিশ্ব ও ‘কিসমত’।
ডিএএম/এসএম//
Leave a Reply