বিশেষ প্রতিনিধি :
সরকার পতনের এক দফা দাবি আদায়ে ১৮ অক্টোবর পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর বিএনপি কার্যালয়ের সামনে রোডমার্চের সমাপনী সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচিগুলো হলো-
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ৯ই অক্টোবর দেশব্যাপী সমাবেশ। এক দফা দাবিতে ঢাকায় ১২ই অক্টোবর ছাত্রবি সমাবেশ। ১৪ই অক্টোবর খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে অনশন। ১৬ই অক্টোবর যুব সমাবেশ ও ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ।
১৮ অক্টোবর সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল।
বৃহস্পতিবার কুমিল্লা থেকে চট্রগ্রাম পর্যন্ত বিএনপির তারুণ্যের রোডমার্চে পথে পথে ছিল মানুষের ঢল।
ডিএএম/কেকে//
Leave a Reply