1. newsroom@saradesh.net : News Room : News Room
  2. saradesh.net@gmail.com : saradesh :
“শপথবদ্ধ রাজনীতিবিদ“ বিচারকদের পদত্যাগের দাবী: সোমবার সব আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ-সমাবেশ - সারাদেশ.নেট
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সরকারী খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ৩৮৪৮৮৬ মামলায় আইনি সহায়তা কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন প্রধান বিচারপতি সুপ্রিমকোর্ট বার নির্বাচনে ভোট গননায় মারামারি : জামিন পেলেন যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সোহাগ নারী নির্যাতন মামলায় অভিযোগকারীগন ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন হাইকোর্ট বিভাগের আইনজীবীদের ১৫ ব্যাচ এর নতুন কমিটি : আহ্বায়ক অভি, সদস্য সচিব তামান্না আইনপেশা পরিচালনায় আইনজীবীদের পেশাগত নৈতিক মানদণ্ড রক্ষার ওপর প্রধান বিচারপতির গুরুত্বারোপ বাংলাদেশ মেডিয়েটরস ফোরাম (বিএমএফ) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিল্প বিকাশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অগ্রযাত্রায় গর্বিত সহযোগী আব্দুল মোনেম লিমিটেড : মঈনুদ্দিন মোনেম ভূমিদস্যু কামরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১০ আইনজীবীর আবেদন

“শপথবদ্ধ রাজনীতিবিদ“ বিচারকদের পদত্যাগের দাবী: সোমবার সব আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ-সমাবেশ

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

মু: কাইয়ুম, সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
“শপথবদ্ধ রাজনীতিবিদ” বিচারকদের পদত্যাগের দাবীতে সোমবার ২১ আগস্ট সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতিসহ দেশের সকল আইনজীবী সমিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ-সমাবেশ অনুষ্টিত হবে।

১৭ আগষ্ট বৃহস্পতিবার এ কর্মসূচী ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল।

সুপ্রিমকোর্টে ১৫ আগস্টের শোক দিবসের অনুষ্ঠানে নিজেদেরকে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেয়ায় উচ্চ আদালতের দুই বিচারপতির পদত্যাগ দাবি করে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই দাবী তুলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট শাখার সভাপতি এডভোকেট আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পদক এডভোকেট কামরুল ইসলাম সজল, আইনজীবী আবেদ রাজা, জগলুল হায়দার আফ্রিক, শাহ আহমেদ বাদল, মামুন মাহবুব, মোহাম্মদ আলীসহ বিপুল সংখ্যক আইনজীবী।

লিখিত বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত ১৫ আগষ্ট বাংলাদেশ সুপ্রিমকোর্ট আয়োজিত এক শোক সভায় মাননীয় প্রধান বিচারপতি ও আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতির বক্তব্য বিভিন্ন টিভি চ্যানেল এবং ১৬ আগষ্ট জাতীয় পত্রিকা সমূহে সবিস্তারে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আমাদের সংবাদ সম্মেলন। তিনি বলেন, দেশের আপামর জনগণের আশা ভরসার শেষ আশ্রয়স্থল হলো বাংলাদেশ সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের বিচারপতিগণ সংবিধানের ৩য় তফসিলে বর্ণিত শপথের মাধ্যমে দেশের সংবিধান ও আইনের রক্ষন, সমর্থন ও নিরাপত্তা বিধানের অঙ্গিকার করে থাকেন। একই সঙ্গে ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহীত আচরন করার অঙ্গিকার করে থাকেন। তিনি বলেন, গত ১৫ আগষ্টের আলোচনা সভার প্রদত্ত কয়েকজন বিচারপতির বক্তব্যের কিছু কিছু অংশ বিচারপতি হিসেবে নেয়া শপথের সুস্পষ্ট লংঘন কিনা তা প্রশ্ন রাখার দাবী রাখে। সাধারণত কোন রাজনৈতিক কর্মী তার দলীয় সভায় যে ধরনের বক্তব্য প্রদান করে থাকেন, অনেক মাননীয় বিচারপতির বক্তব্যে তেমনই একজন রাজনীতিবীদের বক্তব্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। ১৫ আগষ্ট অনুষ্টিত ওই আলোচনা সভায় বিচারপতি এম, ইনায়েতুর রহিম ‘শপথবদ্ধ রাজনীতিবীদ” হিসেবে বিচারপতিগনকে চিহ্নিত করেছেন। বিচারপতি আবু জাফর সিদ্দিকী নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের যে মৌলিক অধিকার জনগণের রয়েছে তার বিপক্ষে অবস্থান নিয়ে বলেছেন ‘সারা পৃথিবীতে নির্বাচন হয় কেউ তাকিয়েও দেখেনা, নির্বাচন ঘিরে সব নজর বাংলাদেশের দিকে কেন?’ বিচারকগনের এহেন বক্তব্য কতটুকু বিচারক সুলভ বা রাজনৈতিক মতাদর্শের পরিচায়ক তা সহজেই অনুমেয়। তাঁরা বিচারপতির মহত্ব ধারণ করতে পারেন কি না তা জনমনে অনেক সংশয় ও প্রশ্ন রাখছে। বস্তুত পক্ষে একজন রাজনীতিকের বক্তব্যই প্রতিধ্বনিত হয়েছে বলে অনেকেই মনে করেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এমকে/এসএ//

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *