1. newsroom@saradesh.net : News Room : News Room
  2. saradesh.net@gmail.com : saradesh :
এফবিসিসিআই’র নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের ভরাডুবি - সারাদেশ.নেট
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কোটা সংস্কার আন্দোলন: সারাদেশে ৬ জন নিহত কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী কোটা নিয়ে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে রাস্ট্রপক্ষের `লিভ টু আপিল’ সচেতনতার অভাবে অনেক মানুষ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে : প্রধান বিচারপতি ৪৪ জনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিতে হাইকোর্টের রায় এলআরএফ এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, নিজেদের স্বার্থেই সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : সোহেল হায়দার চৌধুরী কুমিল্লা জজ কোর্টের সিনিয়র এডভোকেট সৈয়দ জালাল উদ্দিন স্বপনের প্রথম মৃত্যুবার্ষিকী ৭ জুলাই আপিল নিস্পত্তির পূর্বে সাজা কখনও স্থগিত হয় না : হাইকোর্ট কুমিল্লার চাডিগাঁইয়া সমাজের কৃতী ব্যক্তিদের জীবনী সঙ্কলন: উজ্জ্বল নক্ষত্র জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন এলআরএফের পাল্টাপাল্টি কমিটি: একপক্ষের নেতৃত্বে আশরাফ-মিশন: অপরপক্ষে মাসউদ-রব্বানী

এফবিসিসিআই’র নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের ভরাডুবি

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

অর্থনৈতিক ডেস্ক:
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র (দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি) ২০২৩-২৫ মেয়াদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এর ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী।

নির্বাচনের ফলে দেখা যাচ্ছে অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩টি পরিচালক পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের ৮ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে বর্তমান মেয়াদের অনেক হেভিওয়েট পরিচালক জয়ী হতে পারেননি, যার মধ্যে একজন সহ-সভাপতিও রয়েছেন।

এফবিসিসিআই’র সাবেক সভাপতিদের ফোরাম ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার মাহবুবুল আলমকে সমর্থন দেওয়ায় একে সরকার সমর্থিত ফোরাম আখ্যা দিয়েছেন কেউ কেউ। এ ফোরামের নেতারা চেম্বার গ্রুপের মতো সমঝোতার মাধ্যমে পরিচালক নির্বাচন করতে চেয়েছিলেন।

অন্যদিকে ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচনে করতে মাঠে নামে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। শেষ পর্যন্ত এ নির্বাচনে সম্মিলিত পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

নির্বাচিতদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে হাফেজ হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ এক হাজার ২৯৪, বি. এম. শোয়েব এক হাজার ২৭৯, মীর নিজাম উদ্দিন আহমেদ এক হাজার ২৫৭, সিরাজুল ইসলাম এক হাজার ২৪৬, সহিদুল হক মোল্যা এক হাজার ২১৫, নিজাম উদ্দিন রাজেশ এক হাজার ১৯১, মুনতাকিম আশরাফ এক হাজার ১৭৫, রাকিবুল আলম দীপু ৯৯২, মোহাম্মদ আফতাব জাভেদ ৯৬৬, মো. ইসহাকুল হোসেন সুইট ৮৯১, আমির হোসেন নূরানী ৮৫২, সৈয়দ মো. বখতিয়ার ৮৪০, তপন কুমার মজুমদার ৮৩৫, সালমা হোসেন অ্যাশ ৮৩১ এবং হাজী মো. আবুল হাশেম ৮১৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতদের মধ্যে কাওসার আহমেদ এক হাজার ৩০, খন্দকার রুহুল আমিন ৯৮৮, মো. আমিন হেলালী ৯১১, মো. নিয়াজ আলী চিশতী ৯০৯, আবু মোতালেব ৮৯৯, শমী কায়সার ৮৫২, রাশেদুল হোসেন চৌধুরী রনি ৮৩৭ এবং হাফেজ হারুন পেয়েছেন ৮১৩ ভোট।

বুধবার নির্বাচিত পরিচালকরা এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবারের নির্বাচনে বর্তমান অনেক হেভিওয়েট পরিচালক পরাজিত হয়েছেন। এরা হলেন- পরিচালক আসলাম সেরনিয়াবাত, ড. কাজী এরতেজা হাসান, ড. নাদিয়া বিনতে আমিন, জামাল উদ্দিন, রাব্বানী জব্বার, শাহীন আহমেদ, আমজাদ হোসেন, এমএ মোমেন (সহ-সভাপতি)।

এবার চেম্বার গ্রুপে সমঝোতা হওয়ায় শুধু অ্যাসোসিয়েশন গ্রুপে নির্বাচন হয়েছে। এফবিসিসিআইতে পরিচালক পদ আছে ৮০টি। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে মোট ৩৪ জন মনোনীত পরিচালক। বাকি ৪৬ পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ২৩ জন করে ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হয়ে থাকেন।

এবারের নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপে প্রাথমিকভাবে মোট ১ হাজার ৯৯০ জন ভোটার থাকলেও যাচাই বাছাই শেষে ১ হাজার ৯৫৪ জন ভোটার ভোট দিতে চূড়ান্ত তালিকায় স্থান পান। এদের মধ্য থেকে নির্বাচনে ভোট দিয়েছেন ১ হাজার ৭৪৬ জন, ভোটারদের উপস্থিতির হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

ডিএএম/এসএম//

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *