জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে হাইকোর্ট মাজারে খাবার বিতরণ
- Update Time : ০৮:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ০ Time View
মু: কাইয়ুম: নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাইকোর্ট মাজারে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুর ১টায় হাইকোর্ট মাজার মসজিদের সামনে দুস্থদের মাঝে প্রায় ১ হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়।
এসময় জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়।
দুস্থদের মাঝে খাবার বিতরণে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল ও মো: রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী মোহাম্মদ আলী, আবদুল্লাহ আল মাহবুব প্রমুখ।
এমকে/ডিএএম//