১৯ মার্চ সারাদিন মোতাব্বির-হাফেজ-করিম-টিটো পরিষদে ভোট দিন
- Update Time : ০৯:৫৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ২ Time View
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সপ্তম সাধারণ নির্বাচন ১৯ মার্চ অনুষ্টিত হতে যাচ্ছে।
গ্রীসে দীর্ঘদিন যাবৎ নানা কল্যাণমূলক ও মানবিক কাজে পরীক্ষিত সংগঠকদের সমন্বয়ে ‘মোতাব্বির-হাফেজ-করিম-টিটো প্যানেল’ কমিউনিটির সকল সদস্যের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশী।
কমিউনিটির উন্নয়ন, গ্রীসে কমিউনিটির সকল রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ সংরক্ষণ এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নে অর্থনৈতিক ভিত্তি আরো সুদৃঢ় করতে ‘মোতাব্বির-হাফেজ-করিম-টিটো প্যানেল’ নির্বাচিত হলে সর্বাত্মক ভূমিকা পালন করবে।
বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ও বাংলা সংস্কৃতিকে প্রবাসে গ্রীস কমিউনিটির মাধ্যমে বিশ্বমন্ডলে তুলে ধরতে এই প্যানেল নির্বাচিত হলে নানা উদ্যোগ গ্রহণ করবে।
প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক সংগঠক আব্দুর রাজ্জাক (টিটো) বলেন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসকে আরো সুসংহত ও সমৃদ্ধ করতে যারা নিরলস শ্রম ও সময় দিয়ে কমিউনিটির সদস্যদের পাশে দাঁড়াতে পারবেন এমন সৎ, নির্ভিক সংগঠকদের সমন্বয়ে ‘মোতাব্বির-হাফেজ-করিম-টিটো প্যানেল। তিনি আশা প্রকাশ করে বলেন, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী বিবেচনায় নিয়ে আগামী ১৯ মার্চ বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সকল সম্মানিত ভোটার উৎসবমুখর পরিবেশে ‘মোতাব্বির-হাফেজ-করিম-টিটো প্যানেলকে নির্বাচিত করবেন। টিটো বলেন, ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসকে’ ঘিরে কমিউনিটির সদস্যদের যে প্রত্যাশা নির্বাচিত হলে তার বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর- ইনশাআল্লাহ।
ডিএএম/কেকে//