সুপ্রমিকোর্টে আইনজীবীদের বিক্ষোভ-সমাবেশে
- Update Time : ০৫:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ০ Time View
মু: কাইয়ুম, সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন একতরফা করার অপচেষ্টার প্রতিবাদ এবং সকল অপতৎপরতা রুখে দিতে ও গ্রহণযোগ্য নির্বাচন কমিটি নিশ্চিতে জাতীয়াতাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে সুপ্রিমকোর্টের বিপুল সংখ্যক আইনজীবী আজও বিক্ষোভ-সমাবেশে করেছে।
আইনজীবীরা জানায়, আইনজীবীদের শীর্ষ বার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন অনুষ্টানে সর্বসম্মত সাব-কমিটি গঠন না করে একতরফা কমিটি গঠন করেছে। এ কমিটি প্রত্যাখান করে গতকালও বিক্ষোভ-সমাবেশে করেছে সুপ্রিমকোর্টের আইনজীবীরা। পাশাপাশি আওয়ামীলীগ সমর্থকদের পর এ নির্বাচন পরিচালনার জন্য পাল্টা উপকমিটি ঘোষণা করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।
আওয়ামী পন্থী আইনজীবী কর্তৃক অবৈধভাবে নির্বাচন কমিশন গঠন বাতিল করে নির্দলীয় কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিমকোর্ট বার সম্পাদকের কক্ষের সামনে ভোট চোর ভোট চোর বলে কয়েকশ’ সাধারণ আইনজীবী আজও শ্লোগান দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এডভোকেট সজল বলেন, অবৈধভাবে নির্বাচন কমিশন গঠন বাতিল করে নির্দলীয় কমিশন গঠন করতে হবে। যদি এর কোন ব্যতয় হয় তাহলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি আরো বলেন এটা ঢাকা আইনজীবী সমিতি নয়, এটা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। আওয়ামী পন্থী আইনজীবীরা যদি কোন অনিয়ম করে তাহলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে রক্তের হোলি খেলা হবে বলে হুসিয়ারী দেন এ আইনজীবী নেতা।
এসএম/কেকে//