1. newsroom@saradesh.net : News Room : News Room
  2. saradesh.net@gmail.com : saradesh :
ওয়েবসাইটে সুপ্রিমকোর্টের সব রায় বাংলায় দেখা যাবে - সারাদেশ.নেট
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ওবায়দুল হাসান কুমিল্লা সদর উপজেলায় নারী শিক্ষিকাদের স্বামীর ঠিকানায় বদলির আদেশ বহাল এডভোকেট মো: কাইয়ুম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-ত্রান ও পূর্ণবাসন সম্পাদক স্বামীর ঠিকানায় ১০ শিক্ষকের বদলির আদেশ স্থগিত চান এমপি আ.ক.ম বাহার তিতাসের এমডি হারুনুর রশিদ মোল্লাহ বিষয়ে উদ্দেশ্যমূলক সংবাদের প্রতিবাদ অধিকারের আদিল ও এলানের মুক্তি দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি স্বামীর ঠিকানায় ১০ প্রাথমিক শিক্ষিকার যোগদানপত্র গ্রহণে হাইকোর্ট নির্দেশ বিচার বিভাগকে আরও গতিশীল করতে উদ্যোগ নেয়া হবে : নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচারপতি ওবায়দুল হাসান দেশের ২৪তম প্রধান বিচারপতি নাইকোর সঙ্গে চুক্তি অবৈধের হাইকোর্ট রায় বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ওয়েবসাইটে সুপ্রিমকোর্টের সব রায় বাংলায় দেখা যাবে

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

সুপ্রিমকোর্ট প্রতিনিধি:  এখন থেকে ইংরেজি ভাষায় দেয়া সুপ্রিমকোর্টের সব রায়-আদেশ বাংলা ভাষায় দেখাতে প্রযুক্তিসেবা সংযোজন করা হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ এ প্রযুক্তিগত সেবার উদ্বোধন করেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন, সুপ্রিমকোর্টের ‘কোর্ট প্রযুক্তি কমিটি’র সদস্য এম এম মোর্শেদ, আব্দুল মালেক ও মইনউদ্দিন কাদের উপস্থিত ছিলেন।

সুপ্রিমকোর্টর আইনজীবীরা জানায়, আজকের এ প্রযুক্তির সংযোজন ও উদ্বোধন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক সময়োপযোগী নতুন মাত্রা যোগ করলো।

এ প্রযুক্তিসেবা উদ্বোধনের পর সুপ্রিমকোর্ট প্রশাসন জানায়, আজ থেকে বাংলাদেশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় প্রদত্ত সব রায়-আদেশ গুগলের প্রযুক্তির সহায়তায় আইনজীবী, বিচারপ্রার্থী, বা যেকোনো ব্যক্তি নিজে নিজেই বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন। এ জনমুখী প্রযুক্তি বাংলাদেশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এমনভাবে সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো ব্যক্তি ইংরেজি ভাষায় দেয়া যে কোনো রায় বা আদেশ, তা যত বড়ই হোক না কেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তা বাংলায় অনুবাদ করে দেখতে পারছেন। সুপ্রিমকোর্ট প্রশাসন আরও জানায়, সুপ্রিমকোর্টের উভয় বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক বিচারপতি নিয়মিতভাবে বাংলা ভাষায় রায়-আদেশ দিয়ে থাকেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত ‘আমার ভাষা’ নামে প্রযুক্তির মাধ্যমে ইংরেজি ভাষায় প্রদত্ত রায়-আদেশ বাংলায় অনুবাদ করা হচ্ছে অনেক আগে থেকেই।

ডিএএম/এসএম//

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *