হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর
- Update Time : ০২:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বার কাউন্সিলের পরবর্তী হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।
ফরম পূরণ কার্যক্রম চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে সংস্থার ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান সই করা সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। আর হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মধ্য জানুয়ারি। পরীক্ষার অনলাইন ফরম পূরণ এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অনলাইন ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন করে পরীক্ষার কোনো আবেদন গ্রহণ করার সুযোগ নেই। এজন্য সব উপযুক্ত প্রার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দিতে হবে। নির্ধারিত তারিখ ও সময় অতিবাহিত হওয়ার পর অনলাইন ফরম পূরণ প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সময় শেষ হওয়ার পর লিখিত পরীক্ষার ফরম দাখিলের জন্য নতুন করে কোনোরূপ আবেদন/নিবেদন গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরীক্ষা গ্রহণের সম্ভাব্য এই সময়সূচী অনিবার্য যে কোন পরিস্থিতিতে পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষন করেন।
ডিএএম/কেকে//