আল কোরআন অনুসরণই দুনিয়া ও আখিরাতে মুক্তি ও শান্তির একমাত্র পথ : সরকার জহিরুল হক মিঠুন
- Update Time : ০৮:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ১ Time View
দিদারুল আলম দিদার:
সরকার জহিরুল হক মিঠুন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতিসন্তান। ‘দুনিয়া ও আখিরাত’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
সংগঠনটির ব্যানারে সরকার জহিরুল হক মিঠুন কুমিল্লা জেলা, জেলার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন শরীফ, বিভিন্ন কিতাব ও আর্থিক সহায়তা করছেন। পাশাপাশি রাজধানী ঢাকার বনশ্রীসহ বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষাপ্রতিষ্ঠানে তার সংগঠনের ব্যানারে কোরআন শরীফ ও কিতাব বিতরণ ও আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহি সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সরকার জহিরুল হক মিঠুন সমাজসেবক ও রাজনৈতিক সংগঠক হিসেবে ব্রাহ্মণপাড়াবাসীর প্রিয়ভাজন। পেশায় ব্যবসায়ী মিঠুন তার আয়ের একটি বৃহৎ অংশ সমাজ ও মানব কল্যানে ব্যয় করছেন।
সরকার জহিরুল হক মিঠুন বলেন, আল কোরআনের আলোকে আলোকিত সমাজ গঠনের মহান ব্রত নিয়ে ‘দুনিয়া ও আখিরাত’ সংগঠন তার কার্যক্রম পরিচালনা করছে।
মিঠুন বলেন, আল-কোরআন অনুসরণ করে জীবন পরিচানায় দুনিয়া ও আখিরাতের মুক্তি ও শান্তি নিহিত। আল-কোরআন অনুসরণকারী কোনরূপ গুনাহ ও পাপাচারে লিপ্ত হননা। প্রতিটি মুসলমান আল-কোরআনের দেখানো পথে জীবন পরিচালনা করলে সে মুসলমানদের সমাজ বা রাষ্ট্রে অনিয়ম, দুর্নীতি ও অশান্তি থাকবে না।
জহিরুল হক মিঠুন বলেন, ‘আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিৎ আল-কোরআন অনুসরণ করে মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনে জীবনধারণ করা। এতেই ইহকাল ও পরকালে মুক্তি ও শান্তি নিহিত রয়েছে।’
শুক্রবার ২৮ অক্টোবর বাদ জুমা রাজধানীর বনশ্রী এ ব্লকের বায়তুল আতিক জামে মসজিদে অনুবাদসহ ২০০ কোরআন মজিদ ফ্রি বিতরণ করেছে ‘দুনিয়া ও আখেরাত’ নামে এই সংগঠন। বায়তুল আতিক জামে মসজিদে ১ লক্ষ টাকা ও মাদ্রাসায় ২০ হাজার টাকা অনুদানও দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরকার জহিরুল হক মিঠুন।
গত দুই জুম্মায় বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে ৫০০সহ সারাদেশে সর্বমোট ৫০০০ কুরআন মজিদ ফ্রি বিতরণ করেছে সংগঠনটি।
অনুবাদসহ কোরআন ও নামাজ শিক্ষা বিতরণের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব হাসানুর রহমান, বায়তুল আতিক জামে মসজিদের খতিব মাওলানা মোশতাকুন্নবী, সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মনির আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দিদারুল আলম দিদার, সুপ্রিমকোর্টের এডভোকেট আতিকুর রহমান খান, এসইসির সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল অদুদ, সংগঠনের পরিচালক আবুল বাশার খান, কামরুল হাসান এডিশন, এমদাদুল হক সবুজ, মাসুম চৌধুরী, মো. রহমত উল্লাহ, মো. সোলায়মান, মো. আসাদুল্লাহ, মাহবুব খান, তানভীর বাশার জৌসী, মনজিল ও লিটন।
ডিএএম/কেকে//