লরির ধাক্কায় দায়িত্বরত পুলিশ সদস্যের মৃত্যু
- Update Time : ১২:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১ Time View
সারাদেশ ডেস্ক :
রাজধানীতে দায়িত্ব পালনের সময় লরির ধাক্কায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক ডিভিশনের পুলিশ কনস্টেবল কাজী মাসুদ (৩৮) নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উত্তরায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী মাসুদ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিনের ছেলে। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক তদন্ত মো. ইয়াসিন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তাসিন পাম্পের পূর্ব পাশে দায়িত্ব পালন করার সময় পেছন থেকে একটি লরি কনস্টেবল কাজী মাসুদকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। পরে লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কনস্টেবলের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান মো. ইয়াসিন গাজী।