ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসকে গ্রাহকদের টাকা ফেরত প্রশ্নে রুল

- Update Time : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
- / ৬ Time View
নিজস্ব প্রতিবেদক :
ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসে ৪১ গ্রাহকের এক কোটি ৩৯ লাখ টাকা কেন ফেরত দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ৮ আগস্ট এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে বাণিজ্যসচিব, অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দালাল প্লাসসহ সব বিবাদীকে (রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ূন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
গ্রাহকদের আটকে থাকা এক কোটি ৩৯ লাখ টাকা ফেরত চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে ১৬ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।
আইনজীবী হুমায়ূন কবির পল্লব বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাস বিভিন্ন চটকদার অফার দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেছে। পণ্য ডেলিভারি না দিয়ে সেই টাকা তারা আত্মসাৎ করেছে। এ প্রতিষ্ঠান থেকে প্রতারিত হওয়া ৪১ গ্রাহকের এক কোটি ৩৯ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে আমরা রিট করি। আদালত ওই রিটের শুনানি নিয়ে ৪১ গ্রাহকের টাকা কেন ফেরত দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
এ আইনজীবী বলেন, বিদ্যমান আইন অনুযায়ী কোনো ই-কমার্স প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে পরিশোধিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। গ্রাহকরা অনেক চেষ্টা করেও টাকা ফেরত না পেয়ে গত ২৮ জুন হাইকোর্টে রিট দায়ের করেন।
ডিএএম/এসএম//