1. newsroom@saradesh.net : News Room : News Room
  2. saradesh.net@gmail.com : saradesh :
সব জল্পনার অবসান: তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয় - সারাদেশ.নেট
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূমিদস্যু কামরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১০ আইনজীবীর আবেদন টাকা আত্মসাতের মামলায় সাইমেক্স লেদারের এমডি বিএনপি নেতা টিএস আইয়ুব ও তার স্ত্রী কারাগারে সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ৩০৪৮ মামলায় আইনি সহায়তা শ্রম আইন প্র্যাকটিস এবং প্রাসঙ্গিক কথা : ড. উত্তম কুমার দাস, এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশি শ্রমিকদের নিয়ে কাজ করতে চায় রোমানিয়া কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম আপিল বিভাগে ভ্যাকেশন জাজ মনোনীত আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি এম. ইনায়েতুর রহিম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কারামুক্ত হলেন আইনজীবীদের নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বেসিক প্রিন্সিপালস্ অফ ডেন্টাল ফার্ফাকোলজি এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ

সব জল্পনার অবসান: তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

  • Update Time : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

পশ্চিমবঙ্গ প্রতিনিধি:
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভারতের সদ্য সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোল থেকে নির্বাচিত বিজেপির এমপি বাবুল সুপ্রিয়।

এ যোগদানের মধ্যদিয়ে বাবুল সুপ্রিয়কে নিয়ে রাজনৈতিক গুঞ্জন ও নানা জল্পনারও অবসান হলো।

শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগদান করেন। খবর আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করলে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ্য করেন মোদি মন্ত্রিসভার দুই বারের মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে এমপি পদ ছাড়ার কথাও জানান। উদ্যোগী হয়ে ওঠে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাবুলের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু এতেও লাভ হলো না। ওই বৈঠক থেকে বেরিয়ে বাবুল সুপ্রিয় জানান, তিনি রাজনীতি ছাড়লেও এমপি পদ ছাড়ছেন না। আরও বলেছিলেন, তিনি অন্য কোনো দলে যোগ দেবেন না। কিন্তু নরেন্দ্র মোদির জন্মদিন কাটতে না কাটতেই চমক দিলেন বাবুল। দীর্ঘদিন পরে যখন প্রকাশ্যে এলেন, তখন গলায় তৃণমূলের উত্তরীয়। তার এই দলবদলকে ‘আচমকা’ বলছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

বাবুল সুপ্রিয় ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন। ওই বছর মোদির মন্ত্রিসভায় নগরোন্নয়ন, আবাসন ও শহুরে দারিদ্র বিমোচন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৬ দফতর পরিবর্তন করে ভারী শিল্প ও জনউদ্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয় তাকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি পুনরায় পশ্চিমবঙ্গের আসানসোলে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের মুনমুন সেনকে বিপুল ভোটে পরাজিত করেন। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাসের কাছে টালিগঞ্জ আসন থেকে পরাজিত হন।

বিধানসভা ভোটে পরাজয়ের পর সঙ্গীতশিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া বাবুল সুপ্রিয়কে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিত্ব হারানোর ক্ষোভে সঙ্গে সঙ্গেই রাজনীতি ছাড়ার ঘোষণা দেন বাবুল সুপ্রিয়। পরে বিজেপির শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি সামলানোর চেষ্টাও করেছিলেন। তবে তা সফল হয়নি।

বাবুল সুপ্রিয়র যোগদানের ছবিসহ নিখিল ভারত তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডলে শনিবার এক বার্তায় জানানো হয়েছে, ‘আজ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এবং রাজ্যসভার এমপি ডেরেক ও’ব্রেইনের উপস্থিতিতে লোকসভার এমপি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল পরিবারে যোগ দিয়েছেন।’

এসএম/ডিএএম//

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *