যমুনা টিভির বিরুদ্ধে ৬৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করলো বিডি থাই কসমো লিমিটেড
- Update Time : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১ Time View
আদালত প্রতিবেদক :
বেসরকারি টেলিভিশন যমুনা টিভির বিরুদ্ধে ৬৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে বিডি থাই কসমো লিমিটেড।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে আজ ১২ আগস্ট মামলাটি (দেওয়ানী মোকদ্দমা নং-৬৪/২০২১) দায়ের করা হয়।
মামলাটির পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট নজরুল ইসলাম খান মাসুদ। তাকে সহায়তা করেছেন এডভোকেট হুমায়ুন কবির খান ও এডভোকেট মো.রেজাউর রহমান।
বাদী পক্ষে আইনজীবী নজরুল ইসলাম খান মাসুদ জানান, আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন ইস্যু করেছে। যমুনা টিভির চেয়ারম্যান,এমডি, প্রধান প্রতিবেদক ও প্রচারিত প্রতিবেদনের প্রতিবেদক মো.রাসেলকে মামলায় বিবাদী করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
এডভোকেট নজরুল ইসলাম খান বলেন, মামলার বাদী বিডি থাই কসমো লিমিটেডের বিরুদ্ধে গত ১৩,১৪ ও ১৬ জুলাই একটি প্রতিবেদন প্রচার করে। ওই প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদি, ভিত্তিহীন ও মিথ্যা ।
আইনজীবী বলেন বস্তুনিষ্ঠতা বিবর্জিত প্রচারিত প্রতিবেদনের কারণে বাদীর ব্যাবসায়িক সুনাম ক্ষুন্ন ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আজ মামলাটি দায়ের করা হয়।
গােপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের লাইটের মূল্য বাবদ দুর্নীতির অভিযােগের বিষয়ে প্রতিবেদনটি প্রচার করা হয়। শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের আওতায় ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ কাজ মীর আক্তার-ওয়াহিদ কন্সট্রাকশন (জেভি) বাস্তবায়ন করছে। বর্তমানে কাজটি চলমান। বিডি থাই কসমো লিমিটেড এ কাজের ঠিকাদার নন। প্রতিবেদনটিতে বিডি থাই কসমোর বিষয়ে মনগড়া তথ্য দিয়ে প্রতিষ্ঠানটির সুনাম ও সুখ্যাতি নষ্ট করা হয়েছে। প্রতিবেদনটি নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার-ওয়াহিদ কন্সট্রাকশন এবং বিডি থাই কসমো লিমিটেড লিখিত প্রতিবাদ প্রকাশ করেছেন। যুমনা টিভির ওই প্রতিবেদনে বিডি থাই কসমো লিমিটেড এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ব্যারিস্টার ভাগ্নেকে জড়ানো উদ্দ্যেপ্রনোদিত বলে দাবী করেন আইনজীবী।
এমএইচবি/এসএস/ডিএএম//