ইতালিতে ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া শুরু
- Update Time : ১২:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১ Time View
সফিউল আজম মৈশান, ইটালি :
ইতালিতে ১২ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেয়া শুরু হয়েছে।
৩ জুন বৃহস্পতিবার থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। ইউরোপে করোনাভাইরাসে বেশি সংক্রমিত দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম।
গত সপ্তাহে ইউরোপীয় মেডিসিনস এজেন্সি ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকা দেয়ার বিষয়টির অনুমোদন দিয়েছে। এরপর ইতালিতে টিকা দেয়া কার্যক্রম শুরু হলো।
নাপেলসের মেয়র লুইগি দ্য ম্যাজিসত্রিস বলেছেন, এটি একটি সুন্দর দিন।
ইতালিতে টিকাদান কর্মসূচি দ্রুত চলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটির ২৩ শতাংশ জনগণকে টিকা দেয়া হয়েছে।
দেশটিতে ৩ কোটি ৫০ লাখের বেশি ডোজ টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট স্পারেঞ্জা বলেছেন, এই কঠিন সময় পার হতে তাঁদের চেষ্টা চালিয়ে যেতে হবে।
ইতালিতে করোনায় এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। সম্প্রতি কয়েক সপ্তাহে দেশটিতে করোনার সংক্রমণ কিছুটা কমেছে।
ইতোমধ্যে ইতালিতে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। তবে এখনো দেশটিতে রাতে কারফিউ জারি আছে। জনসমাগমস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশী রয়েছে। সেখানে ব্যবসা বানিজ্য ও নানা কর্মে নিয়োজিত বাংলাদেশীগন। দেশের রেমিট্যান্সে বিশাল অবদান রয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশীদের।
সআ/ডিএএম//