১৫০ জন অসচ্ছল অসহায়কে পিএলডিএসের খাদ্য সামগ্রী
- Update Time : ১১:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক :
অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছে পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটি (পিএলডিএস)।
বুধবার ১২ মে রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটিবাজারের রায়েরচর এলাকায় ১৫০ জন অসহায় দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। খাদ্য সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, আলু ও সেমাই। এছাড়া ১৫০ জনকে রান্না করা খাবারও প্রদান করা হয়।
অসহায়দের মাঝে খাবার খাদ্য সামগ্রি বিতরণছাড়াও দরিদ্র জনগোষ্টিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটি (পি.এল.ডি.এস.) কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকে।
এ সময় সংগঠনটির কান্ট্রি ডিরেক্টর ফাতেহীন এম. রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির কান্ট্রি ডিরেক্টর ফাতেহীন এম. রহমান বলেন, এটি একটি অলাভজনক ও চ্যারিটেবল আন্তর্জাতিক সংস্থা। যাহা আমেরিকান ফেডারেল গভার্মেন্ট এবং বাংলাদেশ গভার্মেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয় এন.জি.ও বিষয়ক অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত।
তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য, দেশের গরীব ও মেধাবী শির্ক্ষাথীদের স্বল্প খরচে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রদান করা। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক উন্নয়ন ও সহায়তা মূলক সেবা প্রদান করে আসছে। তার মধ্যে গভীর নলকূপ স্থাপন ও আর্থিক আত্ন-সামাজিক উন্নয়ন এবং স্বাস্থ্যসেবামূলক কাজ করে।
এজেডকে/ডিএএম//