1. newsroom@saradesh.net : News Room : News Room
  2. saradesh.net@gmail.com : saradesh :
মমতার শপথে অতিথিদের তালিকায় বিরোধীপক্ষের প্রথম সারির সব নেতা - সারাদেশ.নেট
সোমবার, ২০ মে ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সরকারী খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ৩৮৪৮৮৬ মামলায় আইনি সহায়তা কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন প্রধান বিচারপতি সুপ্রিমকোর্ট বার নির্বাচনে ভোট গননায় মারামারি : জামিন পেলেন যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সোহাগ নারী নির্যাতন মামলায় অভিযোগকারীগন ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন হাইকোর্ট বিভাগের আইনজীবীদের ১৫ ব্যাচ এর নতুন কমিটি : আহ্বায়ক অভি, সদস্য সচিব তামান্না আইনপেশা পরিচালনায় আইনজীবীদের পেশাগত নৈতিক মানদণ্ড রক্ষার ওপর প্রধান বিচারপতির গুরুত্বারোপ বাংলাদেশ মেডিয়েটরস ফোরাম (বিএমএফ) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিল্প বিকাশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অগ্রযাত্রায় গর্বিত সহযোগী আব্দুল মোনেম লিমিটেড : মঈনুদ্দিন মোনেম ভূমিদস্যু কামরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১০ আইনজীবীর আবেদন

মমতার শপথে অতিথিদের তালিকায় বিরোধীপক্ষের প্রথম সারির সব নেতা

  • Update Time : বুধবার, ৫ মে, ২০২১

সারাদেশ ডেস্ক :
পশ্চিম বঙ্গে টানা তৃতীয়বারের মতো বিজয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথে অতিথিদের তালিকায় বিরোধীপক্ষের প্রথম সারির সবনেতা।

নির্বাচনের আগে ও চলাকালে তীর্যক মন্তব্যে সরগরম ছিল পশ্চিমবঙ্গ। তবে শপথ অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধীপক্ষের প্রায় সব নেতাকেই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার নিমন্ত্র্রণ জানিয়েছেন বাংলার মেয়ে আপামর জনতার ‘দিদি’।

বুধবার ৫ মে ভারত সময় সকাল পৌনে ১১টার দিকে নাগাদ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, রাজনৈতিক সৌজন্য মেনেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পাঠানো হবে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, গত বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।

বিরোধী নেতা-নেত্রী ছাড়াও নিজের দলের বেশ কয়েকজনকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছ।

এর মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে), পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিদায়ী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সীসহ একাধিক নেতা-নেত্রী।
বুধবারের ছিমছাম অনুষ্ঠানে মমতা একাই শপথ নেবেন বলে এখনও পর্যন্ত স্থির রয়েছে।

আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও।

টানা আট দফা নির্বাচনের পর গত ২ মে ফলাফল ঘোষণা করা হয়।

ডিএএম//

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *