কবি শঙ্খ ঘোষের মৃত্যুর আট দিনের মাথায় চলে গেলেন স্ত্রী প্রতিমাও
- Update Time : ০৪:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১ Time View
কলকাতা প্রতিনিধি :
প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের মৃত্যুর আট দিনের মাথায় করোনায় চলে গেলেন তাঁর সহধর্মিণী প্রতিমা ঘোষও।
আজ বৃহস্পতিবার ভোর পাঁচটায় তিনি কলকাতায় বাসভবনে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
গত ২১শে এপ্রিল ভোরে কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে কলকাতার নিজ বাসভবনে মারা যান। তখনই তাঁর স্ত্রী প্রতিমা ঘোষও করোনায় আক্রান্ত ছিলেন।
১৪ এপ্রিল কবি ও তাঁর স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু শঙ্খ ঘোষ চাননি বাড়ির বাইরে গিয়ে চিকিৎসা করাতে।
তাই করোনায় আক্রান্তের পর কবির বাড়িতে আইসিইউর পরিকাঠামো তৈরি করে সেখানে চিকিৎসা চলে। পরে তিনি মারা যান।
প্রতিমা ঘোষের জন্ম জলপাইগুড়িতে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শঙ্খ ঘোষের সহপাঠী ছিলেন প্রতিমা। তিনি লেখিকা ছিলেন। তাঁর লেখা বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রতিমা ঘোষ কলকাতার বিদ্যাসাগর কলেজে (মর্নিং) অধ্যাপনা করেছেন।
ডিএএম//