টিকা নিয়েও করোনায় আক্রান্ত নায়ক আলমগীর
- Update Time : ০৫:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক :
প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও একসময়ে জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। আলমগীরের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ফেসবুকে তিনি লেখেন, আলমগীর সাহেবের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
রুনা লায়লা ফেসবুকে আরো জানান,
স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল খুবই আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা দিচ্ছেন। ওনার মধ্যে দারুণ স্পিরিট রয়েছে।আলহামদুলিল্লাহ্, তিনি এখন ভালো আছেন।তার পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।
গত ১৪ ফেব্রুয়ারি করোনার টিকার প্রথম ডোজ নেন তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও গায়িকা রুনা লায়লা। এরপর চলতি মাসের ১৭ তারিখ দ্বিতীয় ডোজটি নেন তারা। এর একদিন পরই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হন আলমগীর।
১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন আলমগীর। তার আদি নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ১৯৭৩ সালে অভিনয়ে এসে প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরিচালনা করেছেন বেশকিছু সিনেমাও। তিনি ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাও পেয়েছেন বরেণ্য এই অভিনেতা।
এসএম//