মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানীতে র্যাবের অভিযান
- Update Time : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক:
সরকারের জারি করা লকডাউন যথাযথভাবে প্রতিপালনের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ৫ এপ্রিল রাজধানীর শাহবাগ মোড়ে বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান পরিচালনা করছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
অভিযানে মাস্ক ছাড়া যারা বাইরে ঘোরাফেরা করেছেন, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে এ সময় মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু গনমাধ্যমকে বলেন, সরকারের নির্দেশনাগুলো কার্যকর করার লক্ষে যারা মাস্ক পরিধান করবেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা মহামারি মোকাবিলায় সবার মাস্ক পরা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। তিনি বলেন, রিকশাচালক, ভ্যানচালক, মোটরসাইকেল চালক, আরোহী ও যারাই মাস্ক পরছেন না তাদের সচেতন করে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে।
লকডাউনে যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন, তাদের সচেতন করা হচ্ছে যেন তারা বাইরে না আসেন। মূলত জরিমানা করা র্যাবের উদ্দেশ্য নয়। র্যাবের উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা বলেও জানান তিনি।
ডিএ//