নিজস্ব প্রতিবেদক : দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, আতিকউল্লাহ খান মাসুদ তাঁর মহান নীতির মাধ্যমে জনকণ্ঠ পত্রিকাকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়নের প্রকাশনায় পরিণত করেছেন। তিনি তাঁর প্রকাশনার মাধ্যমে সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার শিকল ভেঙে অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় নিখুঁত অবদান রেখেছেন। তিনি শত প্রতিকূলতাতেও তাঁর অবস্থানে অনড় ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য ও অসাম্প্রদায়িক সম্পাদককে হারালো।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
২২ মার্চ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডিএ//
Leave a Reply