নারী নেতৃত্ব বিকাশে অন্যতম পথিকৃৎ এডভোকেট নাহিদ সুলতানা যুথি
- Update Time : ১০:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১ Time View
দিদারুল আলম দিদার : এডভোকেট নাহিদ সুলতানা যুথি, বাংলাদেশ সুপ্রিমকোর্টের একজন স্বনামধন্য আইনজীবী ও সফল সংগঠক।
দেশে নারী নেতৃত্ব বিকাশে অন্যতম পথিকৃৎ এডভোকেট নাহিদ সুলতানা যুথি। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিমকোর্ট বার এর সাবেক কোষাধ্যক্ষ তিনি।
রাজশাহী ইউনিভার্সিটি ল এলামনাই এসোসিয়েশনের (রুলা) প্রথম নারী প্রেসিডেন্ট নাহিদ সুলতানা যুথি। এটি আইন বিষয়ে ডিগ্রিধারীদের একটি ঐতিয্যবাহী সংগঠন।
আজ ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নেন। রাজধানীর সেগুনবাগিচায় হোটেল রয়েল ই’নে আইনজীবীদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সেখানে তিনি নারী জাগরণ, নারী ক্ষমতায়ন, নারীদের সামাজিক ও পারিবারিক জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, আজকে রাষ্ট্রের প্রতিটি সেকটরে নারীরা সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। সমাজ ও পরিবারে অবজ্ঞা, বৈষম্য এসব জয় করে নারী তার মর্যাদা প্রতিষ্ঠায় সক্ষম হচ্ছেন।
বিশ্ববিদ্যালয় জীবন থেকে রাজনীতি করে আসা এডভোকেট নাহিদ সুলতানা যুথি রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সংগঠনে প্রায় তিন হাজার সদস্য রয়েছেন। রুলার সদস্যদের মধ্যে এখন অনেকেই উচ্চ আদালতের বিচারপতি। অনেকে নিম্ন আদালতে বিচারক। রুলার অনেক সদস্য রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনপেশাসহ বিভিন্ন পেশায় রুলার সদস্যরা সুনামের সাথে কর্মরত আছেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন নাহিদ সুলতানা যুথি ।
নাহিদ সুলতানা যুথি আইন বিষয়ে কোন সংগঠনেরও প্রথম নারী প্রেসিডেন্ট। নাহিদ সুলতানা যুথি বলেন, একটা মেয়ে হয়েও কোনো অংশেই আমরা পিছিয়ে নেই। আমরা যে সমাজে এত বড় সংগঠনের দায়িত্ব পালন করতে পারি, এটাই গর্বের বিষয়।
করোনা সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছেন নাহিদ সুলতানা যুথি।
ডিএ/