শিরোনাম:
গ্রিল চিকেন সালাদে কমবে ওজন
- Update Time : ০৭:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
লাইফস্টাইল ডেস্ক : বাড়তি ওজন শরীরের জন্য অনেক বেশি পরিমাণে কষ্টদায়ক। অতিরিক্ত ওজনের কারণে কাজকর্মের মধ্যেও আসে অনীহা। অল্পতেই হাঁপিয়ে যেতে হয়। যারা স্বাস্থ্য সচেতন, তারা তাদের এই বাড়তি ওজন কমাতে নানা পরিশ্রম করে থাকেন। চালিয়ে যান শারীরিক ব্যায়াম। খাদ্যাভ্যাসেও নিয়ে আসেন ব্যাপক পরিবর্তন। তবে সবসময় একরকম খাবারে একঘেয়েমি আসাটা অবশ্য দোষের নয়।
তাই হয়তো স্বাদে ভিন্নতা আনতে গিয়ে অনেকে শরীরের জন্য ক্ষতিকারক অনেক কিছু খেয়ে ফেলেন। তবে এখন যে রেসিপিটির কথা বলবো তা ওজন যেমন কমাবে, তেমনি মুখের স্বাদকেও দিবে নতুনত্ব।
চলুন তাহলে জেনে নেই কীভাবে তৈরি হবে এই সুস্বাদু, মুখরোচক সালাদটি। রেসিপিটি ৪ জনের জন্য করা যাবে। আর এই সালাদটিতে পুষ্টির পরিমাণ হিসেবে থাকবে ৫০০ গ্রাম ক্যালোরি, ২৪ গ্রাম ফ্যাট এবং ৬৬০ মিলিগ্রাম সোডিয়াম।
এসএস//
Tag :