ওজন কমাবে পানি থেরাপি
- Update Time : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : খুব সহজে ওজন কমানো, স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণ ও সুস্থ থাকা যায় এ নিয়ে সকলেরই ব্যাপক আগ্রহ রয়েছে।
আমাদের দেশের অনেক মানুষের বাড়তি ওজন একটি মারাত্মক সমস্যা। অথচ চীন-জাপানের লোকদের মধ্যে বাড়তি ওজনের কাউকেই তেমন দেখা যায় না। কারণ তারা সুস্থ জীবন-যাপনে অভ্যস্ত এবং স্বাস্থ্য নিয়ে সর্বদাই সচেতন। যেটি আমাদের দেশে অনেকাংশেই কম।
চীন-জাপানে বাড়তি ওজন কমাতে তাদের রয়েছে পানি থেরাপি। জাপানের বেশিরভাগ নাগরিক সুস্বাস্থ্য বজায় রাখতে চা ও পানির ওপর অনেকটাই নির্ভরশীল। এছাড়াও নিয়মত খাওয়া-প্রচুর হাঁটা, শর্করার পরির্বতে টাকটা সবজি-ফল বেশি খাওয়া তাদের ওজন নিয়ন্ত্রণের রহস্য।
জেনে নিন খুব সহজে যেভাবে করবেন জল থেরাপি:
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে স্বাভাবিক তাপমাত্রার এক গ্লাস পানি পান করতে হবে। তারপর ৪৫ মিনিট আর কিছু খাওয়া বা পান করা যাবে না। তারপর ১৫ মিনিট ধরে খাবার খেতে হবে। সেই খাবার গ্রহণের পর দু’ঘণ্টা আর কিছু খাওয়া যাবে না। এই থেরাপি মানলে বেশি করে পানি খাওয়ার অভ্যেস তৈরি হয়। তবে এই থেরাপি চলাকালীন ঠাণ্ডা পানি খাওয়া যাবে না।
এভাবে পানি পান করলে শরীর আদ্র থাকে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে। শরীরের বিষাক্ত উপাদান বের করে দেয়। ফলে দ্রুত ওজন কমাতে পারবেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা শারীরিক কোনো ধরনের অসুস্থতা থাকলে এই থেরাপি মেনে চলার আগে একবার চিকিত্সকের পরামর্শ নিয়ে নিন।
ডিএ//