হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি বছরের শুরুতে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় । তবে পেঁয়াজ আমদানি করে ব্যবসায়ীদের মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে গত এক সপ্তাহের বেশি সময় ধরে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।
এদিকে স্থানীয় খুচরা বাজারে আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ না থাকায় দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। ২৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।
হিলি স্থলবন্দরের একজন ব্যবসায়ী জানান, ভারতের অভ্যন্তরে পেঁয়াজের দাম বেশি ও সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ করায় পেঁয়াজ আমদানি করে আমাদের লোকসান গুনতে হচ্ছে। এই মাসের শেষের দিকে ভারতের পেঁয়াজের দাম কমে আসবে তখন আবারো আমদানি শুরু হবে।
এসএস//
Leave a Reply