বিচার ও শাস্তি প্রয়োগে পক্ষপাত কোরো না
ইরশাদ হয়েছে, ‘…আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে তাদের প্রতি দয়া যেন তোমাদের প্রভাবিত না করে; যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও। মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।’
(সুরা : নুর, আয়াত : ২)
অপবাদ শাস্তিযোগ্য অপরাধ
ইরশাদ হয়েছে, ‘যারা সাধ্বী নারীর প্রতি অপবাদ দেয় এবং চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদের আশি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না। এরাই সত্যত্যাগী।’
(সুরা : নুর, আয়াত : ৪)
নিজেকে শুধরে নিলে আল্লাহ ক্ষমা করেন
ইরশাদ হয়েছে, ‘তবে যারা এরপর (অপরাধ) তাওবা করে এবং নিজেদের সংশোধন করে, আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা : নুর, আয়াত : ৫)
মানুষের প্রতি সুধারণা পোষণ করো
ইরশাদ হয়েছে, ‘যখন তারা এটা (অপবাদ) শুনল, তখন মুমিন পুরুষরা ও মুমিন নারীরা আপন লোকদের ব্যাপারে কেন ভালো ধারণা করল না এবং বলল না, এটা তো সুস্পষ্ট অপবাদ।’
(সুরা : নুর, আয়াত : ১২)
মানুষের দোষ প্রচার গুরুতর অপরাধ
ইরশাদ হয়েছে, ‘যখন তোমরা মুখে মুখে তা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না। তোমরা তা তুচ্ছ মনে করছিলে, যদিও আল্লাহর কাছে তা ছিল গুরুতর।’
(সুরা : নুর, আয়াত : ১৫)
Leave a Reply