শিরোনাম:
শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- Update Time : ১২:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ৩ Time View
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা মির্জাপুর এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।
রোববার ৩১ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের মধ্যে এক জনের নাম সেলিম মিয়া। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাদগাঁও গ্রামের মৃত তায়েব আলীর ছেলে বলে জানা গেছে। নিহত অন্যজন ও আহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার সাংবাদিকদের দূর্ঘটনার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এসএস//