ভারতের কৃষকরা এবার গণঅনশনে
- Update Time : ০৪:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর আন্দোলন আরো জোরালো করতে ভারতীয় কৃষকরা শনিবার ৩০ জানুয়ারি একদিনের গণঅনশন করছেন। প্রায় দুইমাস ধরে বিতর্কিত তিন কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে ভারতের লাখো কৃষক সড়কে আন্দোলন করছেন। খবর রয়টার্স।
গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকরা রাজধানী দিল্লিতে ঢুকে পড়েন। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই দিন এক কৃষকের মৃত্যুসহ আহত হয়েছেন শতাধিক কৃষক। সংঘর্ষে তাদের প্রায় তিনশ সদস্য আহত হয়েছে বলে দাবি দিল্লি পুলিশের।
ওই ঘটনায় পুলিশ অনেকগুলো মামলা করেছে। শনিবার ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ৭৩তম মৃত্যু দিবস। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে তারা শনিবার অনশন করছেন বলে জানান কৃষক নেতারা। সংযুক্ত কৃষাণ মোর্চা গ্রুপের নেতা দর্শন পাল বলেন, ‘কৃষকদের এই আন্দোলন শান্তিপূর্ণ ছিল এবং শান্তিপূর্ণ থাকবে।‘সত্য এবং অহিংসার মাহাত্ম্য ছড়িয়ে দিতেই আমরা ৩০ জানুয়ারি এ গণঅনশনের আয়োজন করেছি।
কৃষকদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকারের সঙ্গে কৃষক ইউনিয়নের নেতাদের ১১ দফা আলোচনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত হওয়া সব আলোচনাই ব্যর্থ হওয়ায় এ অচলাবস্থার অবসান হচ্ছে না। কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের করা নতুন ওই তিন কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহার চান।
এসএস//