শিরোনাম:
কবি : রফিক লিটনের কবিতা
- Update Time : ০২:৩১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ০ Time View
রফিক লিটন
বেগুনী সকাল
●
তোমার সামনে একগুচ্ছ সার্থকতা রেখে গেলাম।
ইচ্চা হলেই লুফে নিতে পারো। কোনোরকম দ্বিধা
ছাড়াই মুঠোভর্তি করতে পারো।
নিলে বরং খুব খুশি হবো।
মা যেমন মাতৃত্বে খুশি হন।
কর্মময় জীবনে থাকে সুখ। ব্যথা-বেদনা থাকে।
অঙ্কুরিত বীজে অনাগতকালের কথা প্রস্ফুটিত
হঠাৎ করে তা ইতিহাস হয় না। সার্থকতা,
একদিনে আসে না। ধৈর্যের সাথে প্রচেষ্টা লাগে।
আর ঢেলে দিতে হয় হৃদয়ের সবটুকু নির্যাস।
দ্যাখো, অনুসরণ করতে পারলে তুমিও একদিন
পৌঁছে যাবে সফলতার মাকামে। শুধু রশি ধরে
ঝুলে থাকতে হবে তোমাকে। কঠিন নিষ্ঠার পর
যে ফুল সুরভিতে ভরে দিবে চারপাশ—
তখন থোকা থোকা আনন্দে জাগবে ঘুমেরপাড়া।
তোমার সামনে একগুচ্ছ সার্থকতা রেখে গেলাম।
বুকের রক্তে কেনা। ইতিহাসের মতো সুশ্রী।
পাঠ করো। পান করো। পরিতৃপ্ত হও। ঘর্মাক্ত
জীবনে আসবে বেগুনী সকাল।
Tag :
রফিক লিটনের কবিতা..