শিরোনাম:
গাজীপুরে আগুনে পুড়ে ৪ জন নিহত
- Update Time : ১২:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ০ Time View
গাজীপুর প্রতিনিধি : জেলার কালিয়াকৈর উপজেলায় একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন।।। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে, তারা হলেন মুন্নি ও মিলন।
আজ সোমবার ১১ জানুয়ারি ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কোলনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএস//