রফিক লিটন
উল্টো মানুষের কথা ●
উল্টো রথে উল্টো হাঁটেন উল্টো বলেন কথা অবাধ স্বাধীনতা।
মুখে মধু অন্তরে বিষ সুযোগ বুঝে ঢালেন দাবার গুটি চালেন।
অন্ধকারে ধান্ধা করে সুবিধাকে চাটেন
উল্টো হয়ে হাঁটেন।
স্বার্থে আঘাত লাগলে পরে ভাবে না সে আপন! ধোঁয়াশা উদযাপন।
ধীরে ধীরে আপনজনরা সঙ্গ ছাড়ে তার
বুকে হাহাকার।
তবু তিনি উল্টো হাঁটেন
উল্টো বলেন
কথা তার অযুত ব্যর্থতা।
Leave a Reply