গাজীপুরে বাসচাপায় ২ তরুণীর মৃত্যু
- Update Time : ০৬:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১ Time View
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে এসে তাকোয়া পরিবহনের বাসচাপায় দুই তরুণীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা হাইওয়ে থানার বাইমাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- পাবনা জেলার বেড়া থানার আজিজুর রহমানের স্ত্রী মোসা. বকুল আক্তার (২০) ও বগুড়া জেলার ধুনট থানার গাজিয়াবাড়ি এলাকার হাবিবুর রহামানের মেয়ে মোসা. করুণা আক্তার (২০)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত করুণা ও বকুল আক্তার কোনাবাড়ির বাইমাইল এলাকার স্থানীয় মো. আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সকালে তারা ওই এলাকার ফাইজা নামক পোশাক কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে যান।
ভাইভা শেষে তারা দুজন হাত ধরাধরি করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ তাকোয়া পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সালনা হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএস//