শিরোনাম:
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
- Update Time : ০৩:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাজশাহী-জয়দেবপুর রেলক্রসিংয় সংলগ্ন কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায় নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনটি কালিয়াকৈরের কালামপুর এলাকায় আসলে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। দুই জনের বয়স ৩৫ বছরের কাছাকাছি। তারা দুইজন ট্রেনের রাস্তা দিয়ে হাটাহাটি করার সময় নিহত হয়।
কালিয়াকৈর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএস//