সারাদেশ ডেস্ক : মহামারি করোনাকালে সীমিত পর্যায়ে ৫০ লাখ ওমরাহ পালন করেছেন এবং পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন। ওমরাহ পালন ও নামাজ আদায়কারীদের কারো করোনা সনাক্ত হয়নি বলে জানিয়েছেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মাদ সালেহ বেনটিন। গতকাল বুধবার ২৩ ডিসেম্বর মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠকে এ খবর জানানো হয়।
গত মার্চ থেকে ওমরাহর সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি সরকার। জুলাই মাসে কেবলমাত্র এক হাজার মুসল্লি কঠোর স্বাস্থ্যবিধি মেনে ইতিহাসের স্মরণীয় হজ পালন করে।
২২ সেপ্টেম্বর করোনারোধে স্বাস্থ্যবিধি মেনে চার ধাপে সীমিত পর্যায়ে ওমরাহ চালুর পরিকল্পনা করে সৌদি সরকার। অতঃপর ৪ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম ধাপে ১৪ দিনে ৮৪ হাজার ওমরাহ পালন করে। দ্বিতীয় ধাপে দুই লাখ ১০ হাজার ওমরাহ পালন করে।
অতঃপর ১ নভেম্বর তৃতীয় ধাপে বাইরের দেশের নাগরিকদের ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হয়। এতে প্রতিদিন ২০ হাজার ওমরাহ ও ৬০ হাজার নামাজ আদায় করতে পারে। এখন পর্যন্ত মোট ৫০ লাখের বেশি লোক ওমরাহ পালন করেছেন এবং মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন।
ওমরাহ পালন এবং মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় ও মদিনার মসজিদ নববিতে রওজা পরিদর্শনের জন্য ‘ইতামারনা’ অ্যাপের সাহায্যে আবেদন করতে হয়। এরপর নির্ধারিত সময়ে আবেদনকারীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়।
সূত্র : আরব নিউজ
Leave a Reply