অমিত শাহ’র সামনে বিজেপিতে যোগ শুভেন্দু অধিকারীসহ ৪২ জন নেতা
- Update Time : ১১:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
কলকাতা প্রতিনিধি: দীর্ঘ টালবাহানা ও উত্তেজনার অবসান।
শনিবার ১৯ ডিসেম্বর মেদিনীপুরের কলেজ মাঠে এক বিশাল জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির দু’নম্বর অমিত শাহের হাত থেকে পতাকা ও উত্তরীয় নিয়ে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। একা শুভেন্দুই নন,বিজেপিতে এদিন যোগ দিলেন আরও ৪২জন নেতা।
এদের মধ্যে একজন তৃণমূল সাংসদ, নয়জন বিধায়ক, একজন প্রাক্তন সাংসদ ও একজন প্রাক্তন রাজ্যমন্ত্রী আছেন। এছাড়াও কংগ্রেসেরও একজন বিধায়ক আছেন।
মেদিনীপুরের কলেজ মাঠে শুভেন্দু এসে পৌঁছাতেই জনতা চিৎকার করে ওঠে। মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী তাকে বরণ করে নেন। মঞ্চে উপবিষ্ট অমিত শাহ তাকে অভিবাদন জানান। অন্য বিজেপি নেতারাও শুভেন্দুকে স্বাগত জানান।
শুভেন্দু তার ভাষণে বলেন,আমি আপনাদের সেবায় থাকবো। ১৮ ঘণ্টা আমাকে পথে পাবেন। মমতা বন্দোপাধ্যায় আমাকে বিশ্বাসঘাতক বলেছেন,আমি কাঁথি শহর থেকেই মমতা বন্দোপাধ্যায় এর দলকে তুলে দেবো। আমার জন্মদাত্রী মা’র পরেই আছেন ভারতমাতা। আমি এই দুই মায়ের উপাসক। স্বীকার করেন যে একটা সময়ে তিনি দেশবাঁচাও বিজেপি হটাও আওয়াজ তুলেছিলেন। কিন্তু, তাঁর বোধোদয় হয়েছে। এখন আওয়াজ তুলছেন, ভাইপো হটাও দেশ বাঁচাও। ভাইপোর তোলাবাজি বন্ধ করতে হবে। তিনি এটাও জানান যে, তার যখন করোনা হয়েছিল তখন তার দলের কেউ খোঁজ নেয়নি। দিল্লি থেকে অমিত শাহ নিয়েছিলেন।
অমিত শাহ বলেন, শুভেন্দু অধিকারীর মতো একজন তরুণ তুর্কি নেতা দলে আনায় দলের শক্তিবৃদ্ধি হলো। একুশে মমতার পতন নিশ্চিত বলে তিনি ঘোষণা করেন।
এসএস//