চিটাগাং ড্রাই ডকে চাকরির সুযোগ
- Update Time : ০৫:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : চিটাগাং ড্রাই ডক লিমিটেডে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা থাকা সাপেক্ষে যেকেউ আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ
উপসহকারী প্রকৌশলী (পুর), গ্রেড-১০: ১টি
সহকারী চিকিৎসা কর্মকর্তা, গ্রেড-৯, পদ ১টি
উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক), গ্রেড-১০, পদ ২টি
ডকমাস্টার (বেতন আলোচনা সাপেক্ষে), পদ ১টি
সুপারভাইজার (বেতন সর্বসাকল্যে ৩০,০০০ টাকা), পদ ১টি
ক্রেন অপারেটর (বেতন আলোচনা সাপেক্ষে), পদ ২টি
দক্ষ শ্রমিক (ইলেকট্রিশিয়ান)-১: ১টি
দক্ষ শ্রমিক (ইলেকট্রিশিয়ান)-২: ৩টি
দক্ষ শ্রমিক (অপারেটর): ২টি
দক্ষ শ্রমিক (মেকানিক্যাল ফিটার): ২টি
দক্ষ শ্রমিক (ওয়েল্ডার): ২টি
দক্ষ শ্রমিক (ফিটার): ৪টি
আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর। চিটাগাং ড্রাই ডক লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে প্রতিটি পদে বিস্তারিত জানা যাবে। www.cddl.gov.bd ওয়েবসাইটের ক্যারিয়ার অপশনে Apply Online–এর মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রত্যাশীদের।
এসএস//