দেবহাটা উপজেলার ভোট শুরু
- Update Time : ১২:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে শীত ও কুয়াশার কারণে ভোটারের উপস্থিতি খুবই কম।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
দেবহাটা উপজেলার ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৪১২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১০৫ জন ও নারী ভোটার ৫৫ হাজার ৩০৭জন। ৫টি ইউনিয়নের ৪০টি কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সর্বমোট ২৪৬টি ভোট কক্ষে ভোটগ্রহণ চলছে।
এসএস//