শিরোনাম:
ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ৩৬ জন উদ্ধার
- Update Time : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
দিনাজপুর প্রতিবেদক : জেলার বিরামপুর সীমান্ত থেকে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা নারী-শিশুসহ ৩৬ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গতকাল মঙ্গলবার রাতে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী খিয়ার মামুদপুর গ্রামস্থ সীমান্ত পিলার ২৯১/২৫ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাহার আলী ও সোহেল রানার বসত আড়ির আঙিনা থেকে ভাইগড় বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে। আজ বুধবার দুপুরে বিজিবির পক্ষ থেকে বিরামপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়েছে।
বিরামপুর থানা পুলিশ জানান, বিজিবি নারী ও শিশুসহ ৩৬ জনকে বিরামপুর থানায় সোপর্দ করেছে। পলাতক আসামি সাহার আলী, সোহেল রানা ও শুকুর আলী সরকার এই তিনজন নারী ও শিশু পাচারসহ অন্য কোন কোন বিষয়ে জড়িত আছে তা তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসএস//