ফের উত্তাল ফ্রান্সের রাজপথ
- Update Time : ০৩:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
অনলাইন ডেস্ক : আবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ফ্রান্সের রাজপথ উত্তাল। কর্মক্ষেত্রে পুলিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আইনের পরিকল্পনার প্রতিবাদে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। এসময় বিক্ষোভকারীরা যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন।
গতকাল শনিবারও ৫ ডিসেম্বর এ বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে বিক্ষুব্ধদের শুরু হয় তুমুল সংঘর্ষ। পুলিশের লাঠিপেটার জবাবে তাদের ওপর ইটপাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। যানবাহন, ব্যাংক,দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেন তারা। এসময় পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ফ্রান্সের খসড়া আইনের ২৪ অনুচ্ছেদে যেটিতে পুলিশের চেহারা দেখাতে বারণ করা হয়েছে সেটিসহ সব অনুচ্ছেদ বাতিলের জোর দাবি জানান তারা। বিক্ষোভকারীরা এই খসড়া আইনকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও মনে করছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
এসএস//