নবজাতককে রেখে না ফেরার দেশে কামরুন নাহার : আইন সচিবের শোক
- Update Time : ০১:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ জেলা জজ আদালতের নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেগম কামরুন নাহার (২৪) প্রায় তিন সপ্তাহ আগে প্রসূতি জটিলতা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়।
এরপর জটিলতা বেড়ে যাওয়ায় ও করোনা উপসর্গ তৈরি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে করোনা চিকিৎসা দেয়া হয়। যদিও করোনা টেস্টে নেগেটিভ রেজাল্ট আসে। ইতোমধ্যে তার ফুসফুস প্রায় ৮০% ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয় এবং গতকাল ঢাকায় আনার পথেই তার অকাল মৃত্যু হয়। বর্তমানে নবজাতক জীবিত রয়েছে।
তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো.গোলাম সারওয়ার।
আইন সচিব আজ এক শোকাবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কামরুন নাহার ২০১৬ সালে চাকরিতে যোগদান করেন। তার নিজ জেলা ময়মনসিংহ। তার স্বামী ওমর ফারুক স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিরাজগঞ্জ অফিসে উপসহকারী প্রকোশলী পদে কর্মরত রয়েছেন।
ডিএ/এসএস//