//পালকি//
কবি–‘কামাল আহমেদ’
তালে তালে দুলকি তালে
পালকি দোলে পালকি দোলে
চার বেহারা ছয় বেহারা পায়ের তালে এগিয়ে চলে।
শ্রান্ত দেহ ক্লান্ত পায়ে
ঘাম ঝরিয়ে আদুল গায়ে
বেহারারা গুনগুনিয়ে জীবনপথের কথা বলে।
পালকিঘরে গুটিসুটি
নিমীলিত চক্ষু দুটি
বউ বসে রয় একাকিনী, নববধূর হৃদয় দোলে।
এই দৃশ্য কোথায় বলো
কেমন করে হারিয়ে গেল
গ্রামবাংলার ঐতিহ্য সবাই কি আজ গেল ভুলে?
লেখক ও কবি কামাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। কবিতা ও সাহিত্যের নানা বিষয়ে তার অনেক গুলো প্রকাশনা রয়েছে।
Leave a Reply