শিরোনাম:
- Update Time : ১২:৩৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ০ Time View
কবি : রফিক লিটন
কবিতা…..
ক্রমেই
ক্রমেই দূরত্ব বাড়ছে—
ক্রমেই সরে যাচ্ছে পায়ের মাটি
ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রিয়জন।
ক্রমেই মাথা তোলে অজগর
ক্রমেই লালসা আর জিঘাংসা
কেড়ে খায় সম্পর্ক। ক্রমেই।
ক্রমেই ভুল বোঝাবুঝি বাড়ছে—
ক্রমেই কেটে ফেলে দিচ্ছি ডানহাত
ক্রমেই নিষিদ্ধ করে দিই গোলাপ ফোটা।
ক্রমেই সরিসৃপ কথা বলে উঠে
ক্রমেই আগাছা প্যাঁচিয়ে ধরে
ক্রমেই চোখের ভাষা তলোয়ার।
ক্রমেই উল্টো হয়ে হাঁটছি—
ক্রমেই জড়িয়ে নিই কোলাহল
ভোরের পরিবর্তে ধূসর সন্ধ্যা।
Tag :
ক্রমেই.... কবিতা