শিরোনাম:
কবিতা ‘জীবনের বাস্তবতা’
- Update Time : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ০ Time View
জীবনের বাস্তবতা
(সরদার কবির হোসাইন)
এই মেঘ এই রোদ ঝরে পড়ে
ফোটা ফোটা বৃষ্টি
নদী জল কলতান
করে গান সৃষ্টি
লঘু মেঘ সাদা শ্বেত চুপ চাপ
ঐ দেখ ভেসে যায়
ঘর ছাড় উঠে পড়
চলে যাও নদীর ঐ কিনারায়
দুই হাত করে ফাঁক পাঠ খেত
ভেদ করে দাড়িয়ে
চেয়ে দেখ ঝাঁকে ঝাঁক বুনো হাস
কোথা যায় হারিয়ে।
পাঠ পাতা ছিড়ে সেথা বসে পড়
চেয়ে দেখ ওপারে
কাশফুল দোলে দুল হেসে যায়
কিযে শোভা বাহারের
ঐপাড় বারে বার যেতে চাই
কি যে সুখ আহারে।
ঝিলমিল বর্ণীল
মন কাড়ে রংধনু আকাশে,
সেই ক্ষনে আনমনে চেয়ে থাকি
মিলে যায় বাতাসে।
চুপ চুপ দেয় ডুব নুয়ে পড়ে
সূর্যটা আঁধারের গভীরে,
কত পাখি ডাকা ডাকি মন কাড়ে
ছুয়ে যায় কবিরে।
ঝিকমিক চারদিক আলো দেয়
থোকা বাধা জোনাকে,
বুনো ফুল মশগুল খুশি মনে
ঘ্রাণ দেয় আমাকে।
মধু ফুলে অলি দুলে চারদিক
সহসা বাতাসের ঝাপটা
ঝড়ো হাওয়া করে ধাওয়া ডুবে যায়
আলো ভরা চাঁদটা।
কালো মেঘ অতি বেগ ছেয়ে যায়
তারা ভরা আসমান
পলে পলে ছবি তোলে বিজলির ক্যামেরাটা
ভেংগে হয় খান।
ওঠে ঝড় তরতর সুখ দুখ
মন খোলা আকাশে,
দিবা যামি কোথা নামি দেয় ডুব
তিমিরের মাঝে সে।
ভাংগে চর বাড়ি ঘর ঐ পাড়
গড়ে উঠে আবাসন,
এই খেলা সারা বেলা দেখি তাই
হয়ে যাই আনমন।
নদী পাড় বাড়ি ঘর ভেংগে পড়ে
ডুবে যায় নদীতে,
সেই ক্ষনে ভালো মনে মানু কত অস্থায়ী
শেষ চোখ মুদিতে।
দেহ শব দেখে রব ভেসে যায়
চোখ লোনা পানিতে,
সব মিলে যাবে ভুলে আঁখি জলে
একদিন চাইবেনা জানিতে।
সোহাগ শরীফ//
Tag :
কবিতা ‘জীবনের বাস্তবতা’