মাস্ক পরাসহ সচেতনতা বৃদ্ধিতে শুরু হবে অভিযান

- Update Time : ০৫:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ৭ Time View
সারাদেশ ডেস্ক : সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর হচ্ছে । জনসাধারণকে মাস্ক পরাসহ সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে ইতিমধ্যে গতকাল সংশ্লিষ্টদের বলে দেওয়া হয়েছে। দু–এক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ জন্য সবাইকে আরেকটু প্রস্তুতি নিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে প্রাতিষ্ঠানিক আর্থিক হিসাবের মধ্যে আনাসহ কয়েকটি উদ্দেশে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের’খসড়া অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয় বৈঠকে।
এসএস//