শিরোনাম:
কবির- এর কবিতা ‘মা’
- Update Time : ০১:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ০ Time View
‘মা’
মায়ের আচলে সুখ জড়ানো
সবার আছে জানা
তাইতে এতো ভালোবাসি মা
তোমার হ্রদয় খানা
সত্যি করে বলছি আজি
মাগো তোমার কাছে
সারা জনম থাকব আমি
তোমার আশে পাশে
মায়ের কথা শুনবে ছেলে
ছেলের কথা মা
তাইতো বলি মাগো তুমি
আমায় ভুইলো না
দেখতে চাইনা মাগো আমি
তোমার চোখে পানি
এসব দেখলে কাদবে জানি
ছোট্ট হ্রদয় খানি
তোমার জন্য চাইযে মাগো
শান্তি হিয়া গায়ে
আজকে আমি বিখারি দোয়ার
জড়ায়ে তোমার পায়ে
জীবন যেথা ধংশ আমার
তোমায় পেয়ে ভালো
তোমার দোশাই সল মম
আধার করে আলো।
Tag :
কবির- এর কবিতা ‘মা’